আমার পরিচিতি ​

About

পেশায় কর্পোরেট ট্রেইনার আর নেশায় ট্রাভেলার; এটাই আমার সহজ পরিচিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে পড়ার সুবাদে ২০০২ সালে স্টাডি ট্যুরের অংশ হিসেবে দার্জিলিং যাত্রা আমার ট্রাভেলার পরিচিতির সূচনা; তখনো দেশের কক্সবাজারে আমার পা পড়েনি। ২০০৫-এ চাকরির সুবাদে চীনের কুনমিং অঞ্চলে গিয়েছিলাম পাঁচ দিনের জন্য; সেটি আমার প্রথম প্লেনে চড়ার অভিজ্ঞতা।

তারপর একে একে দেশে বিদেশে ঘুরার সুযোগ হয়েছে অনেক, চষে বেড়িয়েছি এ-প্রান্ত থেকে ও-প্রান্ত; সেগুলোকে কেবল একবারই কলমে তুলে এনেছিলাম; দার্জিলিং থেকে ফিরে। স্বপ্নের দার্জিলিং শিরোনামের লেখাটি সেই ২০০২ সালে প্রথম আলো ছেপেছিল ‘ছুটির দিনে’ ম্যাগাজিনে; এই সাইটে লেখাটির দেখা মিলবে।

কুমিল্লায় জন্ম নেয়া মধ্যবিত্ত পরিবার থেকে বেরিয়ে এসে পাবলিক প্লেসে কিছু লিখে প্রকাশ করব, তাতে সীমাবদ্ধতা তো ছিলই, জড়তাও কিছু কম ছিল না। কিন্তু ফেসবুক তাতে যেন কিছুটা সাহস যোগালো এবং প্রাণসঞ্চার করল; ভ্রমণ কাহিনীগুলো প্রকাশ করতে শুরু করি ২০১৬ থেকে, একই সাথে নিজের ওয়ালে এবং Travelers of Bangladesh (ToB) তে। নিজের একটি পরিচিতি তৈরি হয়; তখনো ভাবিনি ফেসবুকে লেখালেখির বাইরে কিছু করব।

কিছু শুভাকাঙ্ক্ষীর অব্যাহত নীপিড়নের ফসল এই ওয়েবসাইট; কাজ একই, নিজের ভ্রমণের অভিজ্ঞতাগুলো শেয়ার করা। এটি সবার ভালো লাগবে না, জানি; তবু কিছু পাঠক আছেন নিশ্চয়ই যারা পড়তে ভালোবাসেন। আমি কবি কিংবা সাহিত্যিক নই, ভাষা প্রকাশের সীমাবদ্ধতা আমার আছে কিন্তু সাহসের কমতি এখন আর নেই। আমরা অনেকেই ভ্রমণ করি কিন্তু ছবিগুলো যেভাবে প্রকাশ করি, গল্প সেভাবে করি না; এই ব্লগসাইট সেই জড়তা কাটাতে সাহায্য করবে।

ভ্রমণ মানুষকে সমৃদ্ধ করে, বিনয়ী করে তোলে, মানবিক হতে শেখায়; আসুন সাধ্য অনুযায়ী ভ্রমণ করি এবং একটি সুন্দর পৃথিবী গড়তে সাহায্য করি। আপনাদের পরামর্শ ও সহযোগীতা আমার পথের পাথেয় হয়ে রইবে; হ্যাপি ট্রাভেলিং।

"এটি ভ্রমণ সাহিত্য নয়, কেবল হৃদয় হতে উৎসারিত কিছু ভ্রমণ কথামালা"​
shaheens travel story
শাহীন কবির

প্রয়োজনে সোশ্যাল মিডিয়াতে আমার সাথে যোগাযোগ করুন

Scroll to Top