এক দিনে জাফলং লালাখাল

এক দিনে জাফলং লালাখাল

সিলেটের হরিপুর গ্যাসফিল্ডের কাছে দুটি অদ্ভুত ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে; একটি পুকুরে, আরেকটি পাহাড়ে। পুকুরটি পরিচিত ‘উতলার পাড়’ এবং পাহাড়টি ‘আগুন পাহাড়’ নামে।

কথিত আছে, পুকুরটি যেখানে অবস্থিত সেখানে একসময় একটি পাঁচতলা বাড়ি ছিল, হটাৎ একদিন এটা দেবে গেছে। এখন সেখানে নীচ থেকে গ্যাস ওঠে যেটি বুদবুদ আকারে দেখা যায় পানির উপরে। এই বুদবুদ থেকে উদ্ভুত ফেনায় যদি দিয়াশলাই জ্বালানো হয় সেগুলোতে সাময়িক আগুন ধরে ( ভিডিওতে দেখুন)

.আর আগুন পাহাড়ের নানান জায়গায় যদি দিয়াশলাই জ্বালিয়ে ধরা যায় তবে সেখানে আগুন জ্বলতে থাকে। আর পাহাড়ের পাদদেশে একটি বিশেষ জায়গা আছে, যেখানে আগুন ধরালে আগুন মুভ করতে থাকে। এসব অদ্ভুত দৃশ্য দেখে নিতে পারেন ভিডিওতে।

1 thought on “এক দিনে জাফলং লালাখাল”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top