সিলেটের হরিপুর গ্যাসফিল্ডের কাছে দুটি অদ্ভুত ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে; একটি পুকুরে, আরেকটি পাহাড়ে। পুকুরটি পরিচিত ‘উতলার পাড়’ এবং পাহাড়টি ‘আগুন পাহাড়’ নামে।
কথিত আছে, পুকুরটি যেখানে অবস্থিত সেখানে একসময় একটি পাঁচতলা বাড়ি ছিল, হটাৎ একদিন এটা দেবে গেছে। এখন সেখানে নীচ থেকে গ্যাস ওঠে যেটি বুদবুদ আকারে দেখা যায় পানির উপরে। এই বুদবুদ থেকে উদ্ভুত ফেনায় যদি দিয়াশলাই জ্বালানো হয় সেগুলোতে সাময়িক আগুন ধরে ( ভিডিওতে দেখুন)।
.আর আগুন পাহাড়ের নানান জায়গায় যদি দিয়াশলাই জ্বালিয়ে ধরা যায় তবে সেখানে আগুন জ্বলতে থাকে। আর পাহাড়ের পাদদেশে একটি বিশেষ জায়গা আছে, যেখানে আগুন ধরালে আগুন মুভ করতে থাকে। এসব অদ্ভুত দৃশ্য দেখে নিতে পারেন ভিডিওতে।
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
cheapest priligy uk cialis can you use ivermectin for rosacea But as Twitter learned to its cost earlier this year with an inept response to rape and death threats made to campaigners trying to get a female face on a UK banknote, they donГў t always seem so able to cope with the very beast they created
the difference between the pulmonary artery diastolic pressure PAP D and the mean pulmonary artery wedge pressure PAWP M, has been proposed as a specific marker of pre capillary involvement 7, which is an important part of the evaluation for transplant candidacy can you buy generic cytotec without insurance