বান্দরবান-কক্সবাজার – ২  

বান্দরবান-কক্সবাজার - ২  

তিনটি ভিডিও দিলাম, দেখার অনুরোধ রইল; আমরা ডিসকভারি চ্যানেলে সাগরতলের যেসব প্রাণী দেখি তার বেশ কিছুকে একুরিয়ামে আবদ্ধ করেছে রেডিয়্যান্ট ফিশ ওয়ার্ল্ড। এসবের মধ্যে রয়েছে ছোট সাইজের একাধিক হাংগর এবং বিরাট সাইজের কচ্ছপ। কমেন্ট বক্সে আরো কিছু ছবি ও ভিডিও দিলাম, যেখানে দেখা যাবে মাছ ফিডার থেকে খাবার খাচ্ছে, আরও দেখা যাবে জীবন্ত শামুক এবং রাজ কাঁকড়া।

Scroll to Top