আমি মেঘ না চাইলে কি হবে, মেঘ আমাকে ঠিকই খুঁজে বের করে। লংকাউইতে যে স্কাই ব্রীজ কিছুক্ষণ আগে তরতাজা সূর্যের আলোতে পেরিয়ে এলাম, ১০ মিনিটের মধ্যে সেই স্কাই ব্রীজ এমনই ঘন মেঘে ঢেকে গিয়েছিল, সেই সাথে প্রচন্ড ঝড়ো বাতাস!
একেকবার মনে হচ্ছিল, এ পাশের ছাউনিটা উড়েই যায় কিনা! তবে যেহেতু মালয়েশিয়া মেইড জিনিস, আশ্বস্ত ছিলাম, তেমন কিছু হবে না। টানা দুই ঘন্টা আটকে ছিলাম সেখানে, মুহুর্মুহু মেঘ এসে শরীরে আঘাত করছিল, সাথে ছিল তীব্র ঠান্ডা (ভিডিও দ্রষ্টব্য)।
এর মধ্যেই আমি রেইনকোট পরে ব্রীজ ঘুরে এসেছিলাম, সে এক ভীতিকর ও রোমাঞ্চকর অনুভূতি! সেখানেই পরিচয় হয়েছিল কেরালার এক মুসলিম পরিবারের কর্তার সাথে, তিনি কেরালার সৌন্দর্য দেখতে যাবার আমন্ত্রণ জানিয়েছেন। এই ঝড় বৃষ্টির কথা মনে থাকবে অনেকদিন।
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?