একুয়ারিয়া কেএলসিসি একটি চমৎকার ট্যুরিস্ট প্লেস; নানান বৈচিত্র দিয়ে এটিকে সাজানো হয়েছে। তবে এটি অনেক কস্টলি; আপনার যদি আমাদের কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড দেখা থাকে আর পকেটে অপ্রয়োজনীয় অর্থ না থাকে, তবে এখানে যাওয়া থেকে নিজেকে নিবৃত্ত রাখতে পারেন।
এখানে এমনকিছু ফিশ আছে যেগুলো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে নেই, এখানকার শার্কগুলো যথেষ্ট বড়, অদ্ভুত সুন্দর জেলি ফিশ আছে, বিরাট বড় এক নীল কচ্ছপ আছে, এখানে একটা নীল আলোয় মোড়ানো টানেল আছে যেগুলো ব্যতিক্রম। ছবি ও ভিডিওগুলো ভালো লাগবে; চেষ্টা করব ছবির সাথে ডেসক্রিপশন দিতে।