মসজিদ নেগারা বা মালয়েশিয়ার জাতীয় মসজিদ। এর অনন্য নির্মানশৈলী একে এমন এক আকর্ষনে পরিণত করেছে যে, ভিন্নধর্মের লোকেরাও হরদম এটি দেখতে আসে, তবে তাদের বেগুনী রংগের একটি গাউন পরে ঢুকতে দেয়া হয়।
অসম্ভব ভালোলাগা নিয়ে আমি ২০১৯ এ এখানে নামাজ পড়ে গিয়েছিলাম, সেই লোভে আজ আবার এলাম; এবার ফ্যামিলি সাথে আছে, ছেলেরাও আমার সাথে নামাজ পড়েছে, আলহামদুলিল্লাহ।
এবার দেখলাম এখানে বিদেশীদের ঢোকার সময় ডিজিটাল রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তেমন কঠিন কিছু নয়। মসজিদের পিছনের দিকে একটি কাতার করা হয়েছে, মুসলিম মহিলারা সেখানে নামাজ পড়ছেন। দুই একজন ভিন্নধর্মীকে নসীহা দিতে দেখা গেল এখানকার স্টাফদের।
অসম্ভব রকমের স্নিগ্ধতা ছড়িয়ে রয়েছে এর পুরো প্রাংগন জুড়ে। বসে বসে সেই সুধা আহরন করছি। আলহামদুলিল্লাহ।
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.